ভয়েস ডেস্কঃ
জনাব মোঃ আব্দুর রশিদ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার গত ২২ নভেম্বর পেশাগত কাজে রাশিয়ায় গিয়েছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতায় Acceptance inspection of training documents and training materials এর উদ্দেশ্যে রাশিয়া গমন করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে ২২ থেকে ২৯ নভেম্বর অবস্থান করেন।
জনাব রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ হতে ২০১৬ সালে স্নাতক এবং ২০১৭ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ২০১৯ সালে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের Executive Apprentice (Department of Library & Documentation) হিসেবে যোগদান করেন এবং ২০২১ সালের ২৪ মার্চ Assistant Mangager (Department of Library & Documentation) পদে উন্নীত হন।
জনাব মোঃ আব্দুর রশিদের পেশাগত এই উৎকর্ষে লাইব্রেরিয়ান ভয়েস পরিবারের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন।