সহযোগী অধ্যাপক জনাব মো: নাজমুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন। গত ২৩ আগস্ট তিনি বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক জনাব এ.কে.এম. ইয়ামিন আলী আকন্দের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। জনাব মো: নাজমুল ইসলাম ২০১০ সালে বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি ক্রমান্বয়ে সহকারি অধ্যাপক এবং পরে সহযোগী অধ্যাপকে উন্নীত হন। তিনি ২০১৮ সালে “Scientometric Analysis of Literature on Public Health using Scopus database” শীর্ষক গবেষণার জন্য ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি দেশে-বিদেশে একাধিক পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন নামী জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে জনাব ড. মো: নাজমুল ইসলামকে জানাই উষ্ণ অভিনন্দন।
1 Comment
অভিনন্দন নাজমুল ইসলাম স্যারকে।।