জনাব কনক মনিরুল ইসলাম কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আজ (০২ নভেম্বর) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এই সম্মানে ভূষিত করে। তাঁর এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক জনাব উদয়ন ভট্টাচার্য এবং গবেষণার শিরোনাম ছিলো – “Open Access Policy for the Academic Institutions of Bangladesh: Designing a Framework.”
জনাব কনক মনিরুল ইসলাম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ থেতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মজীবনের পাশাপাশি তিনি দেশী-বিদেশী জার্নাল ও পত্রিকায় ইতিহাস, সমাজ, শিক্ষা, রাজনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে লিখেছেন। প্রকাশিত হয়েছে তাঁর একাধিক বই। এছাড়াও যুক্ত আছেন বিভিন্ন সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে। তিনি Budapest Open Access Initiative (BOAI) এর আওতায় বাংলাদেশে উন্মুক্ত গবেষণা, তথ্য ও শিক্ষা নিয়ে কাজ করা Open Access Bangladesh এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক।
জনাব কনক মনিরুল ইসলামের এই অর্জনে আমরা গর্বিত।