জনাব মোঃ কোরবান আলী বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের মাধ্যমে ৩৮ বিসিএস থেকে নন-ক্যাডার লাইব্রেরিয়ান (৯ম গ্রেড) হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়ে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে গত ২৪ জানুয়ারি ২০২২ যোগদান করেন। কর্ম জীবনে তিনি ব্যাংক এশিয়া, পল্লী সঞ্চয়ী ব্যাংকে চাকুরী করেন এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি গত ১৬ আগস্ট ২০১৮ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ক্যাটালগা (১০ম গ্রেড) পদে কর্মরত ছিলেন।
জনাব মোঃ কোরবান আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ হতে কৃতিত্বের সাথে ২০১৫ সালে বিএসএস (অনার্স) এবং ২০১৬ সালে এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে মোঃ কোরবান আলীকে জানাই উষ্ণ অভিনন্দন।