সাইদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর করেন। ১৯৭২ সালে লাইব্রেরি সায়েন্সে দ্বিতীয় স্নাতকোত্তর করেন। ১৯৭৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন।
সাইদা খানম ছবি তুলেছেন প্রায় ৩ হাজারের মত। দেশ-বিদেশের রাজনীতিবিদ,শিল্প ও সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বহু বরেণ্য স্বনামধন্য ব্যক্তিত্বের ফটোগ্রাফার হয়েছেন। কাজ করেছেন সত্যজিৎ রায়ের পরিচালিত তিনটি ছবিতে ক্যামেরাম্যান হিসেবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের একমাত্র নারী ফটোগ্রাফার হিসেবে ঢাকার আজিমপুর এলাকায় অস্ত্র হাতে প্রশিক্ষণরত নারীদের ছবি তোলেন।
তথ্যসূত্রঃ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র