Budapest Open Access Initiative (BOAI) এর প্রতি সমর্থন জানিয়ে সংগঠন হিসেবে Open Access Bangladesh স্বাক্ষর প্রদান করেছে। গত ১৯ এপ্রিল সংগঠনের পক্ষ হতে স্বাক্ষর প্রদান করা হয়। Budapest Open Access Initiative এর ওয়েবসাইট হতে এই স্বাক্ষর প্রদান করা হয়। Budapest Open Access Initiative হলো ওপেন একসেসের ওপর প্রথম কোন আন্তর্জাতিক বিবৃতি যা ২০০১ সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট হতে প্রকাশ করা হয়।
BOAI এর শুরু থেকেই বিশ্বব্যাপী গবেষক, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি, জার্নাল, প্রকাশনা সংস্থা, ওপেন একসেস ভিত্তিক সংগঠনসহ বিভিন্ন বুদ্ধিবিত্তিক সংগঠনগুলো এর প্রতি সমর্থন জানিয়ে এই স্বাক্ষর প্রদান করে আসছে।
উল্লেখ্য Budapest Open Access Initiative এর সমর্থনে এখন পর্যন্ত ৬৩৮৮ জন ব্যক্তি এবং ১৩২২ টি সংগঠন স্বাক্ষর প্রদান করেছে।