এস এম সাব্বির আকন্দ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত ৫৭ জন সহকারি গ্রন্থাগারিক-কাম-ক্যাটালগার কে গ্রন্থাগারিক (১ম শ্রেণি গেজেটেড) পদে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশে গত ৬নভেম্বর ২০২২ খ্রি. তারিখে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য উক্ত কর্মকর্তাগণ ২০০২ এবং ২০০৫ সালে সরকারি কলেজে যোগদান করে দীর্ঘ দিন একই পদে কর্মরত ছিলেন। কিন্তু নিয়োগবিধি অনুযায়ী পদোন্নতির ২০% কোটার একটি বাধা থাকার কারণে সরকারি কলেজে গ্রন্থাগারিক পদে ৮০% পদই শুন্য ছিল। ২০২১ সালে নিয়োগবিধিটি সংশোধন হওয়ায় উক্ত কর্মকর্তাদের পদোন্নতির বাধা দূর হয়।
পদোন্নতি সংক্রান্ত ব্যপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরী উন্নয়ন কর্মকর্তা জনাব তৃপ্তি সাহার কাছে জানতে চাইলে তিনি উল্লাস প্রকাশ করে বলেন এই পদোন্নতি টি সরকারি কলেজে কর্মরত গ্রন্থাগার পেশাজীবিদের অনেকদিনের প্রত্যাশা ছিল। বর্তমান গ্রন্থাগারবান্ধব সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগনের সার্বিক সহযোগিতায় পদন্নতির ফাইলটি চালু হওয়ার অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি শিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন ভবিষ্যতেও সরকারি কলেজগুলোতে কর্মরত সহকারি গ্রন্থাগারিক-কাম-ক্যাটালগারগণও সময়মত পদোন্নতি পাবে।