মোঃ মনিরুল ইসলাম। ৮ সেপ্টেম্বর ২০২১।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উপ-গ্রন্থাগারিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া এমফিল ডিগ্রি লাভ করেছেন। গত ৩০ জুলাই, ২০২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডেকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনৈ তাঁর রচিত “Assessing Users’ Needs and Satisfaction of Fine Arts Libraries in Bangladesh” শীর্ষক অভিসন্দর্ভের জন্য এ ডিগ্রি প্রদান করা হয়। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম নাসিরউদ্দিন মুন্সী’র তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রি অর্জন করেন।
তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উপ-গ্রন্থাগারিক হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৫-১৭ সেশনে কেন্দ্রীয় কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জনাব সাখাওয়াত সার্ক ফেলোশিপ প্রোগ্রামের অধীনে সার্ক ডকুমেন্টেশন সেন্টার, নয়াদিল্লি, ভারত, আইটিইসি ফেলোশিপ প্রোগ্রামের অধীনে এনআইটিটিটিপি থেকে আধুনিক লাইব্রেরিয়ানশিপের উপর এডভান্সড কোর্স এবং সিরডাপ থেকে সিডিএস/আইএসআইএস-এর উপর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি ২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইফলার ট্রাভেল গ্রান্টের আওতায় বার্ষিক কংগ্রেসেও অংশ গ্রহণ করেছেন।তার ৪ টি প্রবন্ধ এবং একটি বুক চ্যাপ্টার জাতীয় এবং আন্তর্জাতিক পিয়ার রিভিউড জার্নাল এবং বইয়ে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত বইয়ের সংখ্যা দুইটি।
মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ১৯৭৮ সালে নরসিংদি জেলার অন্তর্গত বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ সামসুল হক ভূঁইয়া, মাতা রৌশন আরা বেগম।
1 Comment
Library Association of Bangladesh (LAB) going to be organized
‘International Conference on the Role of LIS Professionals in the 4th Industrial Revolution’
Venue: Institute of Engineers, Bangladesh (IEB)
Ramna, Dhaka (11 & 12 Feb 2022)
Facebook: Md Mizanur Rahman is with Halema Monni, M Fazlul Karim and 82 others
আন্তর্জাতিক মিলন মেলা: অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) কর্তৃক আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুই দিনব্যাপী গ্রন্থাগার পেশাজীবীদের আন্তর্জাতিক কনফারেন্স ও ১৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মিলনমেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্রন্থাগার ও তথ্য পেশাজীবী, আইসিটি বিষয়ক বিভিন্ন পন্ডিত ব্যক্তিবর্গ, সিনিয়র পেশাজীবী, বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্যবৃন্দ, শিক্ষক এ বিষয়ে ডিগীধারী ক্যাডার সার্ভিসে নিয়োজিত ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। অনুষ্ঠানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়, শিল্প, আইসিটি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করছি। উক্ত মহামিলন মেলায় আপনারা সকলে আমন্ত্রিত।
কনফারেন্স এর শিরোনাম:
‘International Conference on the Role of LIS Professionals in the 4th Industrial Revolution’
Venue: Institute of Engineers, Bangladesh (IEB), Ramna, Dhaka (11 & 12 Feb 2022)
Sub-themes:
1. Skill Development of LIS Professionals: Challenges and Opportunities
2. Digital Library and Digitization
3. Next Generation Libraries: Responsibilities of LIS Professionals
4. Library Extension Services: Emerging Trends
5. SDGs and the LIS Professionals
6. 4th Industrial Revolution and LIS Professions
7. Women empowerment in LIS: problems and Potentials
8. Media and Information Literacy
9. LIS Professionals in the Golden Jubilee of BD: Expectations and Achievements
10. Community Engagement and Creating Reading Habit.
দেশ-বিদেশের গ্রন্থাগার ও পেশাজীবী, শুভাকাঙ্ক্ষী, পেশাজীবী বন্ধু, গবেষক, শিক্ষকসহ ও এদেশের ইয়ং গবেষকদের গবেষলা পেপার জমা দানের প্রতি সবিনয় অনুরোধ করছি। উক্ত কনফারেন্সের আর্টিকেলসমূহে কনফারেন্স প্রসিডিংস ছাপা হবে এবং বাছাইকৃত অার্টিকেলসমূহ রিভিউ কমিটি সুপারিশ মোতাবেক ল্যাব কর্তৃক প্রকাশিত আন্তর্জাতিক স্বীকৃত জার্নাল ‘ইস্টার্ণ লাইবেরিয়ান’- এ ছাপানো হবে। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য দেশ-বিদেশের সকল পেশাজীবী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি। বিস্তারিত নিস্নোক্ত লিংকে:
https://lab.org.bd/labicon2022/
Contact Person: Dr. Mizanur Rahman, President, LAB, M: 8801971-020266;
Mr. Hamidur Rahman Tushar, General Secretary, LAB, M: 01716-151535;
Mr. Mohiuddin Howlader, Vice President, LAB, M: 8801912-103966