বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (ল্যাব) ১৪তম সাধারণ সভা ও ল্যাব এম এস খান ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর রাজধানীর রমনার আইইবি মিলনায়তনে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির সদস্য, আজীবন সদস্য, দেশ-বিদেশের প্রায় দেড় হাজার পেশাজীবী ডেলিগেট অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া গুইনেট কলেজের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস-এর অধ্যাপক ড. মির্জা শাহজাহান ও বাংলা একাডেমির সাবেক চেয়ারম্যান ড. হারুন অর রশিদ। বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. নিয়াজ আহমেদ খান তার প্রয়াত বাবা এম এস খানের নামে বৃত্তি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ল্যাবের সহসভাপতি মো. মহিউদ্দিন হাওলাদার। সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম নাসির উদ্দিন মুন্সী। তিনি প্রতিষ্ঠান হিসেবে ল্যাবের আর্থিক ভিত্তি শক্ত করার প্রস্তাব দেন। এম এস খানের জামাতা বাংলা একাডেমির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ গ্রন্থাগারিকদের ভেতর দ্বান্দবিক বিষক গুলোকে নিরশন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে গত দুই বছরের উন্নয়ন ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন সমিতির মহাসচিব মোহাম্মদ হামিদুর রহমান তুষার।
অনুষ্ঠানে ল্যাব এম এস খান ফাউন্ডেশন মেধাবৃত্তি দেয়া হয়। দেশের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা শিক্ষায় ২০২০-২০২১ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বরিশাল গ্রন্থাগার তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট থেকে মেধাতালিকায় সর্বোচ্চ স্থান অধিকার করায় হাফসা জাহানকে সনদ, সম্মাননা ও নগদ টাকা দেয়া হয়। আর বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) পরিচালিত সার্টিফিকেট কোর্সের ১০৭ তম ব্যাচের সর্বোচ্চ স্থান অধিকার করায় সাবরিনা মৌকে সনদ, ক্রেস্ট ও নগদ টাকা দেয়া হয়।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল আজীবন সদস্যগণ যেভাবে ধৈর্য ধরে সকাল ০৯.০০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেছেন।
সূত্রঃ ভয়েস ডেস্ক ও দৈনিক শিক্ষাডটকম