Facebook Twitter Instagram
    Trending
    • The Importance of Public Libraries on Youth Development in the rural areas of Bangladesh
    • গ্রন্থাগার ও গবেষণা : জ্ঞানের এক অনন্য মেলবন্ধন
    • কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান ভয়েস আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
    • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরিতে চালু হলো বঙ্গবন্ধু এন্ড লিবারেশন ওয়ার স্ট্যাডি সেন্টার
    • জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন-২০২৩ – সম্মাননা পেল ওপেন একসেস বাংলাদেশ
    • জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ পালিত
    • সরদার মোঃ মনজুরুল হক গাজী মেডিকেল কলেজে লাইব্রেরিয়ান হিসাবে যোগদান করেছেন
    • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরিতে চালু হলো কবি নজরুল এডুপ্লেক্স
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    The Librarian Voice
    Librarian Voice Global Edition (English)
    • হোম পেজ
    • আগের সংখ্যা
    • ব্লগ পোস্ট
    • ভয়েস সংবাদ
      • আন্তর্জাতিক সম্মেলন
      • আপনি জানেন কি?
      • স্মৃতিতে অম্লান
    • বুক রিভিউ
    • নতুন যোগদান
      • পদোন্নতি
    • ভয়েস বিচিত্রা
    • সম্পাদনা পর্ষদ
    The Librarian Voice
    You are at:Home»Blog Post»লাইব্রেরি মানে বইয়ের দোকান : একটি প্রচলিত ভ্রান্ত ধারণা

    লাইব্রেরি মানে বইয়ের দোকান : একটি প্রচলিত ভ্রান্ত ধারণা

    0
    By Librarian Voice ISSN No: 2710-0103 on April 6, 2022 Blog Post

    সাজ্জাদুল করিম

    লাইব্রেরি শব্দটি আমাদের কাছে বহুল পরিচিত ও প্রচলিত একটি শব্দ। আমরা সবাই এই শব্দটি ব্যবহার করি কিন্তু শব্দটির সঠিক অর্থ জানি না। সত্যি বলতে কী – লাইব্রেরি বলতে কোন প্রতিষ্ঠানগুলোকে বুঝায় বা এই প্রতিষ্ঠানগুলোর কাজ কী আমাদের অধিকাংশই তা জানি না। যার ফলে আমরা শব্দটির অপপ্রয়োগ করি। যেমন আমাদের সমাজে লাইব্রেরি বলতে এমন প্রতিষ্ঠানকে বুঝানো হয় যারা বই ও স্টেশনারি মালামাল কেনা-বেচা করে। আবার লাইব্রেরি বলতে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসকক্ষও বুঝে থাকেন। কেউ কেউ মনে করেন কিছু বই একসাথে জমা করে রাখলেই সেটি লাইব্রেরি। অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে বই সংক্রান্ত যেকোন প্রতিষ্ঠানকেই লাইব্রেরি হিসেবে জানে। আসলে এর কোনটিই সঠিক নয়, এগুলো নিছক ভুল ধারণা।

    লাইব্রেরি (Library) একটি ইংরেজী শব্দ বাংলায় যার আভিধানিক অর্থ হলো গ্রন্থাগার বা পাঠাগার। আর পরিভাষায়- যে প্রতিষ্ঠানগুলো ‍জ্ঞানের বিভিন্ন উৎস তথা বই, অভিধান, বিশ্বকোষ, সংবাদপত্র, সাময়িকী, প্রতিবেদন, ছবি, ম্যাপ, প্রামাণ্যচিত্র ইত্যাদি সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ করে এবং সেবাগ্রহীতাদের জন্য পাঠ-সুবিধা, ধার, গবেষণা, রেফারেন্স, Indexing, Abstracting সহ বিভিন্ন সেবা প্রদান করে তাকেই লাইব্রেরি বা গ্রন্থাগার বলে।

    লাইব্রেরি বা গ্রন্থাগার প্রধানত চার প্রকারের হয়ে থাকে যেমন : ১. জাতীয় গ্রন্থাগার (National Library) ২. গণগ্রন্থাগার (Public Library) ৩. শিক্ষায়তনিক গ্রন্থাগার (Academic Library) ৪. বিশেষ গ্রন্থাগার (Special Library)। তাছাড়া ব্যক্তি ও পারিবারিক উদ্যোগেও গ্রন্থাগার পরিচালিত হয়। আবার ধরণের বিবেচনায় উপরের প্রত্যেকটি লাইব্রেরিকেই কয়েক ভাগে বিভক্ত করা  যায়। যেমন :

    • ১. প্রথাগত লাইব্রেরি (Traditional Library)
    • ২. ই-লাইব্রেরি (E-Library) বা ডিজিটাল লাইব্রেরি (Digital Library) ইত্যাদি।

    এখন স্বভাবতই প্রশ্ন হবে, তাহলে লাইব্রেরি বলতে আমরা সাধারণত যে প্রতিষ্ঠানগুলোকে বুঝি সেগুলো আসলে কী? হ্যাঁ, সেগুলো মূলত গ্রন্থ বা বই বিপণি (Book Shop) অথবা স্টেশনারি দোকান যারা বই, খাতা, কলম ও অন্যান্য স্টেশনারি মালামাল ক্রয়-বিক্রয় বা বিপণন করে। মজার বিষয় হলো এই প্রতিষ্ঠানগুলোকে আমরা Library বললেও পাঠাগার বা গ্রন্থাগার বলতে কিন্তু ঘোর আপত্তি করি। যদিও Library শব্দের বাংলা পরিভাষা হলো গ্রন্থাগার বা পাঠাগার।

    লাইব্রেরি ও গ্রন্থ-বিপণির মধ্যে সুস্পষ্ট কিছু পার্থক্য রয়েছে। যেমন:

    • লাইব্রেরির মূল উদ্দেশ্য হলো- জ্ঞানচর্চা ও গবেষণায় সহযোগিতা, তথ্য সরবরাহ, পাঠাভ্যাস তৈরিতে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সুস্থ বিনোদনে উৎসাহ প্রদান। অন্যদিকে গ্রন্থ-বিপণির মূল উদ্দেশ্যই হলো বিপণন বা বাণিজ্য।
    • লাইব্রেরির প্রধানতম কাজ হলো- জ্ঞানের বিভিন্ন উৎস তথা বই, অভিধান, বিশ্বকোষ, সংবাদপত্র, সাময়িকী, প্রতিবেদন, ছবি, ম্যাপ, প্রামাণ্যচিত্র ইত্যাদি সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ করা এবং সেবাগ্রহীতাদের উপযোগী করে উপস্থাপন করা। অন্যদিকে গ্রন্থ-বিপণির কাজ হলো ক্রেতাদের চাহিদা মোতাবেক বই, খাতা, কলম ও অন্যান্য স্টেশনারি মালামাল ক্রয়-বিক্রয় বা বিপণন করা।
    • লাইব্রেরি পরিচালনার জন্য কিছু আইন-কানুন, বিধি-বিধান, নীতিমালা অনুসরণ করতে হয় যেখানে গ্রন্থ-বিপণির ক্ষেত্রে এরকম কোন বিধিবদ্ধ নিয়ম-কানুন নেই।
    • লাইব্রেরিতে যারা কাজ করেন তাদেরকে গ্রন্থাগার ব্যবস্থাপনা (Library Management) বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা/ডিগ্রী (পিএইচডি, এমফিল, এমএ, বিএ, পিজিডি ইত্যাদি) অর্জন করতে হয়। অন্যদিকে গ্রন্থ বিপণিতে কাজ করতে এরকম বিশেষ কোন ডিগ্রীর প্রয়োজন নেই।
    • এক কথায়- গ্রন্থ বিপণি হলো বই ও অন্যান্য শিক্ষাপোকরণ বিপণন কেন্দ্র আর লাইব্রেরি হলো বই ও বিভিন্ন পাঠোপকরণ সংরক্ষণাগার।

    পাঠক এখন নিশ্চয়ই প্রশ্ন করবেন যে, এই বিষয়টিকে অযথাই এতো গুরত্ব প্রদানের কারণ কী? বইয়ের দোকান বা স্টেশনারি দোকানকে লাইব্রেরি বললে কী এমন ক্ষতি? এর উত্তরে আমি শুধু এতটুকুই বলব – বাঘ ও বিড়াল, লবণ ও চিনি, ঔষধ ও গরল ইত্যাদি যেমন দেখতে একই রকম মনে হলেও প্রত্যেকের রয়েছে স্বতন্ত্র পরিচিতি অনুরূপভাবে বাহ্য দৃষ্টিতে বইয়ের দোকান ও লাইব্রেরি একই রকম মনে হলেও উভয়ের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যাবলির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। যাদের মধ্যে তালগোল পাকানোর কোন সুযোগ নেই। তাছাড়া ঔষধের দোকানকে (Medicine Shop) হাসপাতাল (Hospital) বলা যেমন বিভ্রান্তি ঠিক একইভাবে বইয়ের দোকানকে লাইব্রেরি বলাও নিছক ভ্রান্ত ধারণা। একজন ঔষধ বিক্রেতাকে ডাক্তার বলা যেমন হাস্যকর তেমনি বইয়ের দোকনিকে লাইব্রেরিয়ান সম্বোধনে আখ্যায়িত করাও নিতান্তই অজ্ঞতা। এরপরও যদি কেউ বইয়ের দোকানকে লাইব্রেরি বলতে চান তাদেরকে বলব – ভুল করা দোষের কিছু নয় কিন্তু ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দূষণীয়।

    সাজ্জাদুল করিম
    লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, শেরপুর,
    ই-মেইল : sazzad.karim70@gmail.com

     

    সাজ্জাদুল করিম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Librarian Voice ISSN No: 2710-0103

    Related Posts

    The Importance of Public Libraries on Youth Development in the rural areas of Bangladesh

    গ্রন্থাগার ও গবেষণা : জ্ঞানের এক অনন্য মেলবন্ধন

    কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান ভয়েস আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

    Leave A Reply Cancel Reply

    লাইব্রেরিয়ান ভয়েসে লিখেছেন
    Scholarship and Degree (1) অন্তরা আনোয়ার (7) আকতারুল ইসলাম (3) আনিকা তাবাচ্ছুম (8) আনিকা বুশরা মারিয়া (1) আবিদ হাসান (1) আব্দুল্লাহ আল মাহমুদ (10) আরিফুল ইসলাম (1) আরেফিন আলভী (4) আশিক রায়হান (1) আসিফ মাহতাব পাভেল (2) আহমেদ শাফকাত সানভী (1) ইশরাত মুনীয়া (4) এস এম সাব্বির আকন্দ (2) কনক মনিরুল ইসলাম (2) জান্নাতুল আরা লিজা (1) ড. মো. নাসির উদ্দীন মিতুল (1) ড. মো:রফিকুল ইসলাম (5) ড. মোহাঃ আজিজুর রহমান (1) তাপস রায় (1) তাসনীন মিতা (2) তৃপ্তি সাহা (2) পদ্ম রাগমনি বাগচী (1) প্রফেসর ড. মুহম্মদ আবদুস সাত্তার (2) বাবুল আখতার (1) বিপ্লব রায় (1) ভয়েস ডেস্ক (28) মনজুরুল হক (2) মাহবুব হাসান (1) মাহাবুবা আক্তার (2) মোঃ   ঈদ-ঈ- আমিন (3) মোঃ আহসান হাবীব (1) মোঃ মনিরুল ইসলাম (5) মোঃ রাশেদ নিজামী (3) মোঃ সেলিম রেজা বাপ্পী (2) শাহ রিয়াদ আনোয়ার শুভ (1) শেখ আল- আমিন (3) সমীর কুমার মন্ডল (1) সাজ্জাদুল করিম (3) সামসুন নাহার (6) সুপ্রিয় পাল (1) সোহানা হোসেন নিশি (1)
    Copyright © 2023 Librarian Voice.

    Type above and press Enter to search. Press Esc to cancel.