সামসুন নাহার
বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিচিত্র সব লাইব্রেরি। এসব লাইব্রেরির বিচিত্র কিছু তথ্য আপনাকে বিস্মিত করবে, আনন্দ দেবে সেই সাথে লাইব্রেরি ধারণাটিকে আরও আবেদনময় করে তুলবে। এমন কিছু লাইব্রেরির বিচিত্র সব তথ্য নিয়ে কয়েক পর্বের ধারাবাহিক আয়োজনের আজ থাকছে প্রথম পর্ব।