অন্তরা আনোয়ার
বেলিডের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) -এর লাইব্রেরিয়ান ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী (দীপু) সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) থেকে পিএইডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস. এম. মান্নান স্যার এর তত্ত্বাবধানে এ ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার শিরোনাম ছিল “A Plan for the Development of Institutional Repositories in University Libraries of Bangladesh”.
কর্মজীবনে তিনি বারডেম, ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশন, জেলা সরকারি গণগ্রন্থাগার (পঞ্চগড়) এ সফলভাবে কাজ করেছেন এবং বর্তমানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত। এছাড়াও তিনি ল্যাব ও বেলিডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি শুরু থেকেই পেশাগত উন্নয়নের সঙ্গে কাজ করছেন এবং প্রতিনিয়ত সবাইকে নতুন বিষয়গুলো সম্পর্কে জানতে, জানাতে ও শিখতে উদ্বুদ্ধ করেন। তার বেশকিছু লেকচার পেপার রয়েছে মেডিকেল লাইব্রেরী ও ইনফরমেশন সার্ভিস ডিজিটাইজেশন, লাইব্রেরী অটোমেশন, ডাটাবেস মডেল ডিজাইন এর উপর। এছাড়াও লেখক/সহ-লেখক হিসেবে বিভিন্ন সময়ে তার অসংখ্য প্রকাশিত নিবন্ধের মধ্যে রয়েছে একাডেমিক রিপোজিটরি, বাংলাদেশের একাডেমিক লাইব্রেরিগুলোর মধ্যে রিসোর্স কনসোর্টিয়াম, লাইব্রেরিতে আইসিটির ব্যবহার, ইনফরমেশন লিটারেসি, ডিজিটাল রিসোর্স ম্যানেজমেন্ট, লাইব্রেরিয়ানশিপ, ই-জার্নালের ব্যবহার, বই সংগ্রহপদ্ধতি, লাইব্রেরিতে পাঠচক্রের ব্যবহার, ইত্যাদি বিষয়ের আলোকপাত করে। এছাড়াও, বিভিন্ন সময় তিনি ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা ভ্রমণ করেছেন লাইব্রেরী পরিদর্শন, লাইব্রেরী বিষয়ক ট্রেনিং, ভিজিটর প্রোগ্রাম, কনফারেন্স এ পেপার উপস্থাপনার উদ্দেশ্যে।
ব্যক্তিজীবনে জনাব মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী পিএইচডি ডিগ্রি লাভের জন্য আন্তরিক অভিনন্দন।