বাংলাদেশের প্রখ্যাত গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানী প্রয়াত ড. মির্জা মোহা: রেজাউল ইসলামকে নিয়ে স্মারকগ্রন্থ ‘আছো হৃদয়ের আঙিনায়’ প্রকাশিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাক্কানী পাবলিশার্সের প্রকাশক ও স্বত্বাধিকারী জনাব গোলাম মোস্তফা, স্মারকগ্রন্থাটির দুই সম্পাদক জনাব এ কে এম মফিজুর রহমান এবং জনাব কনক মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস. এম. জাবেদ আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক জনাব ড. মোঃ আনোয়ারুল ইসলাম, বেলিডের সাবেক মহাসচিব মোহাম্মদ হুমায়ুন কবির, বেলিডের সাবেক চেয়ারম্যান জনাব হাজেরা রহমান, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লাইব্রেরিয়ান আবু মোঃ হান্নান, কবি বকুল হায়দার, ইআরডির সাবেক পরিচালক আবু সাঈদ, মাউশির লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা জনাব তৃপ্তি সাহা নিভা, জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, সিরডাপ লাইব্রেরিয়ান ড. ঊষা রানী বড়ুয়া, আইইউটির লাইব্রেরি-ইন-চার্জ জনাব আহসান হাবিব, বাংলাদেশ রিডিং এসোসিয়েশনের প্রধান সমঞ্চয়ক জনাব নাফিসউদ্দিন খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এডিশনাল লাইব্রেরিয়ান ড. মোঃ আজিজুর রহমান , রাজউক উত্তরা মডেল কলেজের সিনিয়র লাইব্রেরিয়ান জনাব অমল কুমার ঘোষ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কর্মকর্তা জনাব লীনা রশিদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান জনাব শাহাজাদা মাসুদ আনোয়ারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা জনাব সাইফুল্লাহ সাদেক, জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তা মোবাশ্বিরা মাহমুদা সুপ্তি এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান ভয়েস সম্পাদনা পর্ষদের সদস্যরাও। অনুষ্ঠানে মির্জা মোহা: রেজাউল ইসলামের পরিবারের পক্ষ থেকে তাঁর সহধর্মিণী, দুই ছেলে, ছোট ভাই, শ্যালিকা ও পুত্রবধূরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মির্জা মোহা: রেজাউল ইসলামের স্মৃতিচারণ করেন এবং গ্রন্থাগার পেশায় তাঁর অবদানের কথা সশ্রদ্ধায় স্মরণ করেন। ভবিষ্যতেও ড. রেজার মতো প্রথিতযথা পেশাজীবীদের এমন স্মারকগ্রন্থের প্রকাশনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আগত অতিথিরা।