বাংলাদেশের প্রখ্যাত গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানী প্রয়াত ড. মির্জা মোহা: রেজাউল ইসলামকে নিয়ে স্মারকগ্রন্থ ‘আছো হৃদয়ের আঙিনায়’ প্রকাশিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এটাই লাইব্রেরিয়ান ভয়েসের প্রথম প্রকাশনা উদ্যোগ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাক্কানী পাবলিশার্সের প্রকাশক ও স্বত্বাধিকারী জনাব গোলাম মোস্তফা, স্মারকগ্রন্থাটির দুই সম্পাদক জনাব এ কে এম মফিজুর রহমান এবং জনাব কনক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রবীণ পেশাজীবী, শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদেরা। অনুষ্ঠানে মির্জা মোহা: রেজাউল ইসলামের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মির্জা মোহা: রেজাউল ইসলামের স্মৃতিচারণ করেন এবং গ্রন্থাগার পেশায় তাঁর অবদানের কথা সশ্রদ্ধায় স্মরণ করেন। বক্তারা লাইব্রেরিয়ান ভয়েসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ড. রেজার মতো প্রথিতযথা পেশাজীবীদের এমন স্মারকগ্রন্থের প্রকাশনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য গ্রন্থাগার পেশা সম্পর্কিত আরও বেশ কয়েকটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে লাইব্রেরিয়ান ভয়েস। খুব শিগগিরই এই উদ্যোগগুলো আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন প্রকাশনা সংশ্লিষ্টরা।