বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আয়োজনে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রমনা, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “International Conference on the Role of LIS Professional in the 4th Industrial Revoluation” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স, গ্রন্থাগার পেশাজীবীদের মহাসম্মেলন এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতির ১৪তম বার্ষিক সাধারণ সভা। রেজিস্ট্রেশনের মাধ্যমে ১১ তারিখে অনুষ্ঠিত কনফারেন্সটিতে অংশ নেওয়া যাবে এবং ১২ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা শুধুমাত্র ল্যাব সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে।
আন্তর্জাতিক এই কনফারেন্সে কি নোট স্পিকার হিসেবে থাকবেন ইফলা প্রেসিডেন্ট বারবারা লিসন (Barbara Lison) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. নাসিরউদ্দিন মিতুল । অতিথি হিসেবে থাকবেন দেশ বিদেশের গ্রন্থাগারিক এবং শিক্ষাবিদেরা।
রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানুন https://lab.org.bd/labicon2022/