প্রবীণ গ্রন্থাগার পেশাজীবী এম. সামসুল ইসলাম খান আর নেই। তিনি গত রাত ১ঃ২০ মিনিটে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বর্ণাঢ্য পেশাজীবনের দীর্ঘ ২৫ বছর তিনি icddr,b র Information Service Center এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি Bangladesh University of Health Science এ শিক্ষকতা করেছেন। তিনি বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেছেন।
লাইব্রেরিয়ান ভয়েস পরিবার মরহুমের আত্নার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।