ভয়েস ডেস্কঃ
জনাব মো: রফিকুর রহমান গত ২০ অক্টোবর ২০২১ সালে কেন্দ্রীয় গ্রন্থাগার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ২০১৬ সালে একই প্রতিষ্ঠানে অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান হিসেবে যোগদান করেন।
জনাব রহমান ২০০৬ সালে মেঘনা বাংলাদেশ-এ এক্সিকিউটিভ (সাপ্লাই চেইন) হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান হিসাবে যোগদানের মাধ্যমে গ্রন্থাগারিকতা পেশায় তাঁর কর্মজীবন শুরু হয়। কর্ম জীবনে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পেশাদারিত্ব, সফলতা ও শুনামের সাথে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে জনাব রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৬ সালে স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ২০০৮ সালে তিনি ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে পিজিডি ইন এইচআরএম ডিগ্রি লাভ করেন এবং ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি (আই আই টি) থেকে কৃতিত্বের সাথে পিজিডি আইটি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরিচালিত ওয়েব ডিজাইন এন্ড অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট কোর্স সম্পন্ন করেন।
তিনি দেশে-বিদেশে পেশাগত বহু প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় গ্রন্থাগার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইটি ও ইলেক্ট্রনিক রিসোর্স শাখার প্রধান হিসেবে সংশ্লিষ্ট শাখাসহ গ্রন্থাগারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দায়িত্বে রয়েছেন। গ্রন্থাগারিকতার পাশাপাশি গবেষণার কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এ পর্যন্ত তাঁর লেখা বিভিন্ন গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন কনফারেন্সে উপস্থাপিত ও প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত একটি ইনস্টিটিউটে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করছেন।
জনাব মো: রফিকুর রহমানের এই সাফল্যে লাইব্রেরিয়ান ভয়েস পরিবার জানায় উষ্ণ অভিনন্দন।