আরেফিন আলভী: নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ৩ সাবেক শিক্ষার্থী। তিনজনই নোবিপ্রবির ইন্সটিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস এর অধীনে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন।
ঢাবির তথ্যবিজ্ঞান বিভাগের ‘১২-১৩ সেশনের মোঃ মোজাম্মেল ভুইয়া, ‘১৪-১৫ সেশনের মোঃ আতিকুজ্জামান এবং একই সেশনের মোঃ সাকিব বিশ্বাস শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ৩ ডিসেম্বরে নিয়োগ পরীক্ষা এবং ভাইভা অনুষ্ঠিত হয় এবং ২৪ জানুয়ারি তারা প্রভাষক পদে যোগ দেন।
লাইব্রেরিয়ান ভয়েস এর পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভিনন্দন।