সুস্মিতা সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছেন। গত ৩১ সেপ্টেম্বর ২০২১ তিনি এই পদে যোগদান করেন।
শিক্ষাজীবনে জনাব সুস্মিতা কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ২০১৩-১৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। তিনি এই বিভাগ হতে কৃতিত্বের সাথে ২০১৭ সালে স্নাতক এবং ২০১৮ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
পড়াশোনার পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে যুক্ত হয়ে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি মোঃ শহীদুল্লাহ মেমোরিয়াল গোল্ড মেডেল ২০১৮, রুকাইয়া মেমোরিয়াল মেরিট স্কলারশিপ ২০১৮, লায়ন মোঃ জনাব আলী এবং ফারজানা জনাব গোল্ড মেডেল ২০১৭ অর্জন করেন। বর্তমানে তিনি একই বিভাগের এমফিল গবেষক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সুস্মিতা সাহার নতুন এই অগ্রযাত্রায় লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ হতে অভিনন্দন ও শুভকামনা।