তানজুমা আফরিন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে এর তত্ত্বাবধানে জয়নগর পিজিসিবি উচ্চ বিদ্যালয়ের এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (স্কেল-২৩,০০০/-) পদে যোগদান করেছেন। গত ২৪ জানুয়ারি তিনি এই পদে যোগদান করেন।
জনাব তানজুমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ হতে কৃতিত্বের সাথে ২০১৮ সালে বিএসএস (অনার্স) এবং ২০১৯ সালে এমএসএস (থিসিস) ডিগ্রি অর্জন করেন।
লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে তানজুমা আফরিনকে জানাই উষ্ণ অভিনন্দন।