জান্নাতুল আরা লিজা গ্রন্থাগারিকদের বার্ষিক ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক সম্মেলন IFLA WLIC 2020 ‘র ভলান্টিয়ার নির্বাচিত হয়েছেন। লিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্রী ছিলেন। গবেষণার প্রতি আগ্রহ থেকে অংশ নিয়েছেন বিভিন্ন গবেষণা সেমিনার ও ওয়ার্কশপে। সদস্য হয়েছেন South Asian Youth Research Institute For Social Development এবং Open Access Bangladesh এর মতো সংগঠনের। যুক্ত ছিলেন সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর লাইব্রেরি সহ বিভিন্ন গ্রন্থাগারের অটোমেশন প্রোগ্রামের সাথে। লিজা বর্তমানে কর্মরত আছেন United Nations Information Centre, Dhaka ’র ইন্টার্ন হিসেবে।
IFLA WLIC 2020 ১৫-২১ আগস্ট অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে লিজাকে জানাই উষ্ণ অভিনন্দন।