সম্পাদনা পর্ষদ সদস্য
জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা বেসিক কোর্স প্রশিক্ষণটি গত ১৯-৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রশিক্ষণটির এর উদ্বোধন করেন। প্রশিক্ষণ কোর্সটি শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে জ্ঞান অর্জন করার সুযোগ দেওয়া হয়।
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাইব্রেরিয়ান, বাংলাদেশ ব্যাংক যুগ্ম পরচালক-(লাইব্রেরি) , শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত লাইব্রেরিয়ান, জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস থেকে অনেক দক্ষ পেশাজীবী তাদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা তুলে ধরেন করেন ।
প্রশিক্ষণের অংশ হিসেবে কয়েকটি লাইব্রেরি ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় যেমন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, ব্যান্সডক, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস । এই পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানার পরিধি বেড়েছে, সেবার মান উন্নয়ন ও সেবা সহজীকরণের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে ।
গ্রন্থাগার বিজ্ঞানকে বলা হয়ে থাকে –Library is a growing Organism । এই প্রশিক্ষণের মাধ্যমে পেশাজীবীরা নতুন উদীয়মান কিছু ধারণার সাথে আরও স্পষ্ট জ্ঞান লাভ করেন যেমন Promotion of Service, Open Access , Information Literacy, Plagiarism , E-Book, Digital Library, 4IR (4th Industrial Revolution).
জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস কর্তৃক এই কোর্সটি পরিচালিত হয়েছে একটি সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে । কোর্স এর সমন্বয়কারী জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস এর চিফ বিবলিওগ্রাফার/ উপপরিচালক জনাব মোঃ জামাল উদ্দিনের সুদক্ষ নেতৃত্বে পুরো প্রশিক্ষণটি পরিচালিত হয়।
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভস এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।