ভয়েস ডেস্কঃ
পালিত হল জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩। দিবসটি উপলক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় উপনেতা বেগম মতিয়া চৌধুরী, এমপি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জনাব সিমিন হোসেন রিমি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবুল মনসুর। আলোচনা সভায় মূল প্রবন্ধ স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক মোঃ নসিরউদ্দীন মুন্সী। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবুবকর সিদ্দিক।
দিবসটি উপলক্ষ্যে বাণী প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। উল্লেখ্য ২০১৮ সাল থেকে প্রতি বছর জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়ে আসছে।