রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ খালিদ আলম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাপানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ‘জাপান এডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’ র স্কুল অব নলেজ সায়েন্স থেকে এই ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ইউজি কোদা।
জনাব মোহাম্মদ খালিদ আলম ১৯৮৯ সালে মতিঝিল মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৯১ সালে নটরডেম কলেজ হতে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন। এরপর ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ (বর্তমান তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ) হতে অনার্স এবং ১৯৯৫ সালে একই বিভাগ হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ক্রমান্বয়ে সহকারি অধ্যাপক ও সহযোগী অধ্যাপকে পদোন্নতি লাভ করেন। পালন করেন বিভাগীয় চেয়ারম্যানের দ্বায়িত্বও।
জনাব জনাব মোহাম্মদ খালিদ আলমের এই অর্জনে লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন।