ভয়েস ডেস্কঃ
গত ৮ জানুয়ারি ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মনীর চৌধুরী অডিটোরিয়ামে Global Center for Innovation and Learning (GCFIL), USA এর উদ্যোগে ‘Techniques and Strategies for 21st Century Intellectual Leadership’ শীর্ষক অর্ধ দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সহযোগী আয়োজক ছিল Dhaka University Research Society (DURS), Dhaka University Drama Troupe (DUDT) এবং Open Access Bangladesh.
কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব শাকিল মালিক, কো-ফাউন্ডার এন্ড সিইও, Global Center for Innovation and Learning (GCFIL), USA। অতিথি হিসেবে ছিলেন ডঃ মুমিত আল রশিদ, সহযোগী অধ্যাপক, ফারসি ভাষা ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব কনক মনিরুল ইসলাম, আহবায়ক ও প্রতিষ্ঠাতা, ওপেন একসেস বাংলাদেশ। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।