গত ১৪ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের আয়োজনে এবং GCFIL, USA এবং Open Access Bangladesh এর সহযোগিতায় একুশ শতকে গবেষণাঃ তরুণদের সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার, পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রিসার্চপ্রপোজাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি শাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. উদয়ন ভট্টাচার্য। এর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভগের অধ্যাপক ড. পাপিয়া সুলতানা, ওপেন একসেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক জনাব কনক মনিরুল ইসলাম, হাক্কানি পাবলিশার্সের প্রকাশক জনাব গোলাম মোস্তফা এবং ড. মুমিত আল রশিদ স্যার, শিক্ষক, ফার্সি ভাষা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন জিসিএফআইলের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার ও ঢাবি গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা জনাব এস এম সাদেক, সম্মানিত মডারেটর জনাব হাবিবুর রহমান ও জনাব ইমতিয়াজ হাসান স্যার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সম্মানিত সকল উপদেষ্টা মন্ডলী।
আজকের আয়োজনে উপস্থিত ছিল প্রায় দুইশত শিক্ষার্থী। সেমিনারের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের কাছে গবেষণার সম্ভাবনার বার্তা পৌঁছে দেয়া। এরই সাথে তাদেরকে গবেষণার বিষয়ে উজ্জীবিত করা।
উল্লেখ্য এ অনুষ্ঠানে ‘গবেষণা নিয়ে ভাবনা পর্ব- ২’-এর বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। এসপিএসএস এন্ড ডাটা এনালাইসিস কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ২২ টি রিসার্চ প্রপোজালের মধ্যে থেকে চারটি রিসার্চ প্রপোজাল প্রেজেন্টেশন করা হয়।
ভয়েস ডেস্ক