উইকিপিডিয়া কি?
উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষিক এবং উন্মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ। এটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ সংক্ষেপে ‘উইকিমিডিয়া’। এর শ্লোগান হলো- “উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ”।
জানুয়ারি ১৫, ২০০১ সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া চালু করেন। উইকিপিডিয়া মূলত উইকি এবং এনসাইক্লোপিডিয়া শব্দ দুটির মিলিত রূপ। এটি Nupedia নামের অন্য একটি বিশ্বকোষের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
উইকিপিডিয়ায় বর্তমানে ৩২১টি ভাষার ৫৬ মিলিয়ন নিবন্ধ রয়েছে, যার মধ্যে শুধু ইংরেজি উইকিপিডিয়ায় রয়েছে ৬.৩ মিলিয়ন নিবন্ধ।
৯ সেপ্টেম্বর ২০০৭ ইংরেজি উইকিপিডিয়া ২০ লক্ষ নিবন্ধের সীমানা পার করে। এর মধ্যদিয়ে এটি ১৪০৭ সালে তৈরি করা Yongle Encyclopedia-কে ম্লান করে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় এবং সমৃদ্ধ বিশ্বকোষে পরিণত হয়।
বিষয়বস্তুর লাইসেন্স
উইকিপিডিয়ার তথ্য ‘ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার-আলাইক’ নামক মুক্ত লাইসেন্সের আওতাভুক্ত। অর্থাৎ উইকিপিডিয়া থেকে নেওয়া তথ্য অন্য স্থানে প্রকাশ বা ব্যবহারের জন্য পূর্বঅনুমতির প্রয়োজন নেই। তবে লাইসেন্সের শর্তানুসারে অবশ্যই যথাযথ কৃতিত্ব দিতে হবে।
মুক্ত বিশ্বকোষ
উইকিপিডিয়া সত্যিকার অর্থেই একটি মুক্ত বিশ্বকোষ। এর সম্পাদনকারীরা যেমন পারিশ্রমিক পান না, তেমনি নিবন্ধ প্রকাশ করতেও অর্থ দিতে হয় না। পড়াও যায় বিনামূল্যে। উইকিপিডিয়ার ওয়েবসাইট পরিচালনা করতে যে অর্থের প্রয়োজন হয়, তার পুরোটাই আসে ব্যবহারকারীদের অনুদান থেকে। আর তাই উইকিপিডিয়ায় কখনোই বিজ্ঞাপন প্রদর্শিত হয় না।
উইকিপিডিয়ায় সর্বাধিক উদ্ধৃত হওয়া লেখক
২০০৭ সালে প্রকাশিত তিনজন অস্ট্রেলিয়ান গবেষক ব্রায়ান ফিনলেসন, টমাস ম্যাকমাহন, মারে পিলের একটি একাডেমিক পেপার উইকিপিডিয়া সম্পাদকদের দ্বারা প্রায় ২.৮ মিলিয়ন বার উদ্ধৃত হয়েছে। তাঁরাই উইকিপিডিয়ায় সবচেয়ে বেশিবার উদ্ধৃত হওয়া লেখক।
গবেষণা কাজে উইকিপিডিয়াকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় না
উইকিপিডিয়া যে কেউ সম্পাদনা করতে পারে বলে এর তথ্য সব সময় সঠিক নাও হতে পারে। এমনকি উইকিপিডিয়া তা দাবীও করে না। এটি তথ্যের প্রাইমারি উৎস নয়। তাই একাডেমিক গবেষণার ক্ষেত্রে উইকিপিডিয়াকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়। উইকিপিডিয়ার মতে- “You should not use Wikipedia to make critical decisions.”
বাংলা উইকিপিডিয়া
উইকিপিডিয়ার বাংলা সংস্করণ হলো বাংলা উইকিপিডিয়া। এই সংস্করণটি ২৭ জানুয়ারি ২০০৪ সালে প্রথম যাত্রা শুরু করে। ২২ জুন ২০২১ পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে ১,০৮,৯৩৯ টি নিবন্ধ তৈরি করা হয়েছে এবং সর্বমোট ৫২,০১,৮৪৬ বার সম্পাদনা হয়েছে। ১,২৫৭ জন সক্রিয় স্বেচ্ছাসেবক এবং ১২ জন প্রশাসক বাংলা উইকিপিডিয়ায় কাজ করছেন।
বাংলা উইকিপিডিয়া ও বাংলাপিডিয়ার মধ্যে পার্থক্য কী?
‘বাংলা উইকিপিডিয়া’ হলো উইকিপিডিয়ার বাংলা ভাষার সংস্করণ আর ‘বাংলাপিডিয়া’ হলো বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ যা পরিচালনা করে ‘এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ’। একটির সঙ্গে অন্যটির কোন সম্পর্ক নেই।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, wired.com
লেখক: আব্দুল্লাহ আল মাহমুদ সদস্য, সম্পাদনা পর্ষদ, লাইব্রেরিয়ান ভয়েস