সামসুন নাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২৯ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান গত ২১ ডিসেম্বর মঙ্গলবার এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য প্রফেসর মোঃ সুলতান-উল-ইসলাম বিভিন্ন বিভাগের ১ম বর্ষের ক্লাস পরিদর্শন করেন। সেই সুবাদে তিনি ISLM বিভাগও পরিদর্শন করেন।
বিভাগের সেকশন অফিসার জনাব রেজাউল ইসলাম খন্দকার বলেন, সম্মান ১ম বর্ষের ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাশ শুরু হয়েছে। এ বছর ভর্তি হয়েছে ৭৪ জন শিক্ষার্থী।
বেলা ১১ টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৫১ নম্বর কক্ষে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগের সভাপতি জনাব এ কে এম ইয়ামিন আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় সকল শিক্ষকই অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষক মোঃ আরমান হোসেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে বিভাগের পক্ষ থেকে একটি করে ফাইল, কলম, খাতা, সিলেবাস এবং রজনীগন্ধা স্টিক দেওয়া হয়। সাথে ছিল হালকা নাস্তার ব্যবস্থা।