অন্তরা আনোয়ারঃ
আইইউবি-তে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) গ্রন্থাগার ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজস্ব ক্যাম্পাসে হাইব্রিড মোডে আলোচনা, পুরস্কার প্রদান এবং বই ডোনেশন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য প্রফেসর মোঃ আবু তাহের। পূর্বের ব্যস্ততার কারণে, আইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর তানভীর হাসান, পিএইচডি, স্বল্প সময়ের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. প্রফেসর কাজী মোস্তাক গাউসুল হক, পিএইচডি অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে একাত্মতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যে গত ৫ ফেব্রুয়ারি ২০২২, শনিবার সারাদেশে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আইইউবি-র লাইব্রেরিয়ান জনাব হোচ্ছাম হায়দার চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে সবাইকে অভিবাদন শেষে অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন এবং আইইউবি লাইব্রেরির বিভিন্ন পরিষেবা সম্পর্কে বক্তব্যের পাশাপাশি আইইউবি লাইব্রেরির পরিষেবা সম্পর্কিত ভিডিও উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ আবু তাহের উল্লেখ করেন, “যদিও ডিজিটাল লাইব্রেরি অনিবার্য কিন্তু মুদ্রিত বইয়ের সারমর্মকে উপেক্ষা করা যায় না। তিনি জোরালে ভাবে বলেন জ্ঞানভিত্তিক সমাজে গ্রন্থাগারের গুরুত্ব কি এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে আমাদের ঘরে ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে ও সমাজে গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে হবে।
আইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, আর্জেন্টিনার বিখ্যাত লেখক জর্জ লুইস বোর্হেসের উদ্ধৃতি “I have always imagined that Paradise will be a kind of a Library.” উল্লেখ করে গ্রন্থাগারের গুরুত্ব আরোপ করেন।
এই বছর, আইইউবি লাইব্রেরি ছাত্র, অনুষদ সদস্য এবং কমিউনিটি লাইব্রেরি সদস্য এই তিনটি বিভাগে “সেরা ব্যবহারকারী পুরস্কার ২০২২” প্রদান করেছে। আইইউবি-এর স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস বিভাগের ছাত্র জনাব মুয়াজ রহমান ফারাজিন ছাত্র ক্যাটাগরিতে; ড. কাজী মাহমুদুর রহমান, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগ, আইইউবি ফ্যাকাল্টি ক্যাটাগরিতে; এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মন্ময় জাফর কমিউনিটি লাইব্রেরি ব্যবহারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন।
এছাড়াও, আইইউবি লাইব্রেরি বগুড়া জেলার সোনাতলার “সার্প ফাউন্ডেশনকে তাদের যাত্রা শুরুর প্রেরণা হিসেবে বই ডোনেশন করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বইগুলো গ্রহণ করেন জনাব নাজিম উদ দৌলা।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জনাব মোঃ হাসান সাইমুম ওয়াহাব, সহকারী পরিচালক ও প্রো-ভিসি অফিসের স্পন্সর্ড রিসার্চ এর অফিসার ইনচার্জ এবং জনাব অন্তরা আনোয়ার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান।
সবশেষে আইইউবির ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আইইউবি ড্যান্স ক্লাবের দলগত নৃত্যের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে।
আইইউবি অনুষদ ও প্রশাসনের সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ করোনা বিধিমালা মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।