মোঃ মনিরুল ইসলাম, ৫ এপ্রিল, ২০২১।
জাতির জনক বঙ্গবন্ধু শিখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)তে গত ১ এপ্রিল, ২০২১ তারিখে গ্রন্থাগার ও তথ্য বিভাগে মুজিব কর্নার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদ, এমপি প্রধান অতিথি হিসাবে কর্নার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি ও উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী, এমপি ও চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, আইআইইউসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টি সদস্য মিসেস খাদিজাতুল আনোয়ার (সনি), এমপি, অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, অধ্যাপক ড. ফশিউল আলম, মিসেস রিজিয়া সুলতানা চৌধুরী, অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, ভিসি অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম আরিফ, প্রো-ভিসি অধ্যাপক ডঃ মোহাম্মদ মাসরুরুল মওলা, কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার (ইনচার্জ) জনাব মুহাম্মদ সাফিউর রহমান, সকল ডিন, চেয়ারম্যান, অনুষদ সদস্য, বিভাগের পরিচালক ও গ্রন্থাগারিক মোঃ জাহাঙ্গীর আলম।