International Conference
“Reshaping Librarianship: Innovation and Transformation’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রফেসর ডঃ মোঃ শরিফুল ইসলাম এবং মোঃ শিহাবুল আলম এর অংশগ্রহন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ডঃ মোঃ শরিফুল ইসলাম ১৬-১৭ ই আগস্ট ২০১৯ “Reshaping Librarianship: Innovation and Transformation” শীর্ষক গ্রন্থাগারিকদের একটি আন্তর্জাতিক কনফারেন্সে সমাপনী বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।
ভারতের তামিলনাড়ুতে অবস্থিত Bharathiar University-র Arignar Anna কেন্দ্রীয় গ্রন্থাগার এই কনফারেন্সের আয়োজন করে, যেখানে পুরো ভারতবর্ষ থেকে অনেক গ্রন্থাগার পেশাজীবী এবং তথ্যবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং গ্রন্থাগার পেশার পরিবর্তন ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাদের অভিজ্ঞতা পেশাজীবীদের মাঝে শেয়ার করার সুযোগ পান।
Uva Weelassa University এর ভাইস চ্যান্সেলর প্রফেসর জয়ন্ত লাল রত্নাসেকেরা (শ্রীলংকা) তার উদ্বোধনী ভাষণের মাধ্যমে সম্মেলনের শুরু করেন। Al Ain University of Science and Technology, UAE এর লাইব্রেরি ডিরেক্টর ডঃ আব্দুলায়া কাবা কনফারেন্সের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ডঃ মোঃ শরিফুল ইসলাম সমাপনী বক্তা হিসাবে তার সমাপনী বক্তব্য পেশ করেন।
এছাড়াও ডঃ মোঃ শরিফুল ইসলাম এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ শিহাবুল আলম যৌথভাবে “Awareness and Use of ICT Resources among Post Graduate Diploma Student of Rajshahi University, Bangladesh: A Study” শিরোনামে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেন।