‘পরিশীলিত সৃজনশীল চর্চা মেধাকে শানিত করে’ শ্লোগানকে সামনে রেখে আত্নপ্রকাশ করেছে ফেসবুক ভিত্তিক শিল্প-সাহিত্য চর্চার গ্রুপ ‘PAPYRUS, ISLM-RU’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তৈরি এই গ্রুপটি প্রতিনিয়তই গল্প, কবিতা, ছবি আর স্মৃতিচারণে মুখর হয়ে উঠছে।
উল্লেখ্য, গত ২৮ মে ২০২০ তারিখে বিভাগের কিছু শিক্ষকের উদ্যোগে চালু হওয়া এই গ্রুপটির সদস্যসংখ্যা ইতোমধ্যেই ৬০০ অতিক্রম করেছে। করোনাকালের এই ঘরবন্দী সময়ে গ্রুপটি হয়ে উঠেছে বিভাগের শিক্ষক- শিক্ষার্থীদের মেলবন্ধনের মাধ্যম।