গ্রন্থাগার পেশাজীবীদের বার্ষিক ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক সম্মেলন IFLA WLIC 2020 এর এবারের আয়োজন স্থগিত ঘোষণা করা হয়েছে। গত ৯ এপ্রিল ২০২০ তারিখে সংস্থাটির এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ব করোনা পরিস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। IFLA WLIC 2020 অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১৫-২১ আগস্ট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। উল্লেখ্য এই আন্তর্জাতিক সম্মেলনের ৮৭তম আসর IFLA WLIC 2021 ১৯-২৬ আগস্ট নেদারল্যান্ডসের শহর রটার্ডামে অনুষ্ঠিত হবে।
IFLA WLIC 2021 সম্পর্কে আরো জানতে ভিজিট করুন