News
ঢাবিতে “Empowering the Library and Information Professionals for Achieving the SDGs” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ আতিকুজ্জামান
গত ১০ই ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ এবং Association for Information Science and Technology (ASIS&T), দক্ষিণ এশিয়া অঞ্চল – এর যৌথ উদ্যোগে, সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও হংকং এর ১২ জন গবেষক। সম্মেলনের শিরোনাম ছিল International Symposium on “Empowering the Library and Information Professionals for Achieving the SDGs”. সম্মেলনটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ মো. আখতারুজ্জামান ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে গ্রন্থাগার পেশাজীবীদেরকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান। এ লক্ষ্য তিনি গুণগত শিক্ষার উপরে জোর দেন। এসময় তিনি গ্রন্থাগার পেশাজীবীদেরকে তথ্য ও অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও স্বাক্ষরতার হার বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।
দ্বিতীয় পর্বে ছিল গবেষণা প্রবন্ধ উপস্থাপন পালা। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হংকং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সহযোগী অধ্যাপক ড. স্যামুয়েল কে ডব্লিউ চু (Dr. Samuel K W Chu)। সরাসরি উপস্থিত থাকতে না পারায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার প্রবন্ধ উপস্থাপন করেন। বিদেশি গবেষকদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সবুজ কুমার চৌধুরী এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর সহযোগী অধ্যাপক ড. ওয়ান আব্দুল কাদির ওয়ান দৌলা নিজেদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসিরউদ্দিন মুন্সী, অধ্যাপক ড. এস এম জাবেদ আহমেদ, অধ্যাপক ড মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ড মোঃ রোকনুজ্জামান, সহযোগী অধ্যাপক ড মোঃ আনোয়ারুল ইসলাম; জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোঃ নাসিরউদ্দিন মিতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালিদ আলম, ঈস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড দিলারা বেগম এবং ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের জাতীয় তথ্য কর্মকর্তা ড মোহাম্মদ মনিরুজ্জামান। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশাজীবীদের এসডিজি অর্জনে ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোকপাত করাই ছিল সিম্পোজিয়ামের মূল লক্ষ্য। বাংলাদেশ, ভারত ও মালয়েশিয়ার প্রায় ১৫০ জন গ্রন্থাগার পেশাজীবী, কলাকুশলী ও ছাত্র-ছাত্রী এই সম্মেলনে অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা ও মতামত আদান-প্রদানের সুযোগ পায়।