গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক মিলনায়তন, ধানমন্ডিতে “Data science & Big data” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামে জনাব শরিফ উল ইসলাম, সহকারী অধ্যাপক, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় নিবন্ধ উপস্থাপন করেন। ইনফরমেশন প্রফেশনালগণ, বিশেষ করে লাইব্রেরি সায়েন্স প্রফেশনালগণ Data science & Big data নিয়ে কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে তিনি তাঁর নিবন্ধে উল্লেখ করেন। এছাড়াও প্রতিনিয়ত কীভাবে Big data নিয়ে বিশ্বব্যাপী কাজ চলছে তার পরিসংখ্যান তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম জাবেদ আহমেদ, অধ্যাপক, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা উপস্থিত সবার সঙ্গে ভাগাভাগি করেন। তিনি জনাব শরিফ উল ইসলাম এর সাথে একমত পোষণ করে জানান যে, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সিলেবাসে Data Science নামে একটি কোর্স যুক্ত করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। বিশেষ অতিথির বক্তব্যে ড. আহরার আহমেদ, মহাপরিচালক, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন, গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের প্রতি তাঁর অনুরাগের কথা তুলে ধরেন। তিনি এ ধরণের লেকচার প্রোগ্রামে যেন আরো বেশি পরিমাণে আয়োজন করা যায় সে ব্যাপারে তাঁর সর্বাত্বক সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এখানে উল্লেখ্য যে, এই লেকচার প্রোগ্রামে গ্রন্থাগার পেশাজীবীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। Bangladesh Association of Librarians, Information Scientists and Documentalist (BALID) এর উদ্যোগে এ সেমিনার প্রোগ্রাম আয়োজন করা হয়।