কোভিড ১৯ এর কারণে সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে ASIS&T এর ৮৩ তম বার্ষিক সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। ভার্চুয়াল সম্মেলনের তারিখ, সময় ও অন্যান্য বিষয়গুলো এর ওয়েবসাইটের (https://www.asist.org/am20/) মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য এবারের সম্মেলনটি ২৩-২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গে অনুষ্ঠিত হবার কথা ছিলো। ASIS&T (Association for Information Science and Technology) হলো তথ্য পেশাজীবীদের একটি অলাভজনক সংগঠন।