AchievementInternational Conference
ব্র্যাক ইউনিভার্সিটির গ্রন্থাগারিক কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস দক্ষিণ এশিয়ার গ্রন্থাগারিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত।
এল. ভি ডেস্ক: মিসেস হাসিনা আফরোজ, গ্রন্থাগারিক, ব্র্যাক ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস দক্ষিণ এশিয়ার গ্রন্থাগারিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন । তিনি ২২ অক্টোবর,২০১৮ নয়া দিল্লি বোর্ড বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে মনোনীত সদস্য হিসেবে। দক্ষিণ এশিয়ার গ্রন্থাগারিক উপদেষ্টা বোর্ড (SALAB) একাডেমিক গ্রন্থাগারিকদের অন্তর্ভুক্ত করে থাকে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে। দক্ষিণ এশিয়ার গ্রন্থাগারিক উপদেষ্টা বোর্ড একাডেমিক লাইব্রেরীর চাহিদা এবং চ্যালেঞ্জগুলি নিয়ে কাজ করে থাকে। এছাড়াও দক্ষিণ এশিয়ার গ্রন্থাগারিক উপদেষ্টা বোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসকে গবেষকদের চাহিদা ও গ্রন্থাগারিকদের কাজের পরিবর্তন বিষয়ে সাহায্য করে থাকে । বোর্ড সভায় মিসেস হাসিনা আফরোজ এবং ড. রমেশ সি গৌড় , পরিচালক, Kalanidhi at Indira Gandhi National Centre for the Arts যৌথ উপস্থাপনায় একটি পেপার প্রেজেন্টেশন করেছেন যার শিরোনাম ছিল “Emerging Technologies: how librarians are supporting researchers with Information Technology”। এই বোর্ড মিটিং এ অংশগ্রহণ করেন ১১ জন গ্রন্থাগারিক উপদেষ্টা। বিগ ডিল (Big deal), ইবিএ (Evidence Based Acquisition-EBA), এবং অন্যান্য বিজনেস মডেলস, ওপেন একসেস, কালেকশন ডেভেলপমেন্ট এর উপর বিভিন্ন উপস্থাপনা করেছেন অন্যান্য বোর্ড সদস্যরা। মিসেস লিন্ডা বেনেট , মিসেস জেনি ম্যাথিয়াস এবং ক্রিস বেনেট সহ কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাইব্রেরিয়ান ভয়েস পরিবারের পক্ষ থেকে মিসেস হাসিনা আফরোজকে এই অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।