International Conference
চারজন গ্রন্থাগার পেশাজীবীর ভারতে ITEC প্রশিক্ষণের জন্য বৃত্তি
চারজন গ্রন্থাগার পেশাদাজীবী ভারতের জাতীয় প্রযুক্তি শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণা (NITTTR) চেন্নাইয়ের “Total Solution for Integrated Library System & Institutional Repository” এর ওপর সার্টিফিকেট কোর্সে অংশ নিতে জন্য দুই সপ্তাহ ব্যাপী ১৯-৩০ আগস্ট ২০১৯ ভারতে অবস্থান করেন। তারা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক জনাব রফিকুর রহমান এবং জনাব ননীগোপাল রায় এবং বাংলাদেশ ব্যাংক গ্রন্থাগারের মিসেস তাসনিম ফাতেমা (ডিজিএম), বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সিনিয়র লাইব্রেরীয়ান মারুফ হোসেইন।
ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (ITEC) এ প্রোগ্রামটি উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করা করার লক্ষ্য নিয়ে ভারত সরকার এর অর্থায়নে পরিচালিত একটি প্রোগ্রাম।