Editors Corner
আমাদের সম্পর্কে
বর্তমান তথ্য বিস্ফোরণের যুগে জ্ঞান রাজ্যে প্রতিদিন নিত্য নতুন প্রকাশনা, গ্রন্থাগার সেবা, গ্রন্থাগার গবেষণা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা ঘটে চলেছে। তথ্য বিস্ফোরনের এই সাম্প্রতিক ধারাকে গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে লাইব্রেরিয়ান ভয়েসের আবির্ভাব। গ্রন্থাগার পেশাজীবীদের পেশাভিত্তিক জ্ঞানের পরিসীমা বৃদ্ধিকল্পে লাইব্রেরিয়ান ভয়েস বাংলাদেশ সহ বিশ্বের সকল গ্রন্থাগার পেশাজীবীদের সাফল্য ও অভিজ্ঞতা আপনাদের নিকট তুলে ধরবে। আমরা বিশ্বাস করি সকল গ্রন্থাগার পেশাজীবীরা যদি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও তাদের লব্ধ অভিজ্ঞতা একে অপরের সাথে বিনিময় করতে পারে তাহলে খুব দ্রুত এই পেশার উৎকর্ষতা সাধন হবে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই নিরলসভাবে তথ্য সেবা প্রদান করে যাবে লাইব্রেরিয়ান ভয়েস। লাইব্রেরিয়ান ভয়েস কথা বলবে গ্রন্থাগার ও গ্রন্থাগার পেশাজীবীদের।